জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু হল জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। জেলা শিক্ষা অফিসার এ দপ্তরের প্রধান কর্ণধার। এরপর আছে সহকারী জেলা শিক্ষা অফিসার। জেলা শিক্ষা অফিসারের কার্যসম্পাদনের সার্বিক সহায়তা প্রদানের জন্য আছে ০১ (এক) জন গবেষণা কর্মকর্তা, ০১ (এক) জন ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর, ০১(এক) জন সহকারী প্রোগ্রামার (বর্তমানে পদটি শূণ্য), এছাড়া অফিস কর্মচারীদের মধ্যে ০১ (এক) জন ডাটা এন্ট্রি অপারেটর, ০২ (দুই) জন অফিস সহকারী, ০৩ (তিন) জন ৪র্থ শ্রেণি কর্মচারীর বিপরীতে কর্মরত আছে ০১ (এক) জন কর্মচারী। জেলা শিক্ষা অফিসারের অধীনে সাতটি উপজেলায় আছে সাতটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার ও তাঁর অধীনে সকল কর্মকর্তাগণ একাডেমিক কার্যক্রমেই সর্বোচ্চ অগ্রাধিকার দেন। সরকার নির্ধারিত দাপ্তরিক ও রুটিন কার্যক্রম ছাড়াও জেলা শিক্ষা অফিসার তাঁর অধীন কর্মকর্তা-কর্মচারীদের সহায়তার নিম্নোক্ত কার্যক্রম করে থাকেন।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূণ্যপদের তালিকা এনটিআরসিএ – তে প্রেরণ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS